❤"চিলড্রেন অফ হ্যাভেন"❤

  Movie review || Mahamudul Hasan Ayan || ২৭.০৭.২০২১ || ১১:১৮ PM

"চিলড্রেন অফ হ্যাভেন"❤  ইরানি দুই ভাই বোনের কাহিনী নিয়ে নির্মিত মুভিটি আমার দেখা সেরা মুভিগুলোর মধ্যে অন্যতম। 

মুভিটির কাহিনী এগিয়ে গিয়েছে এক-জোড়া জুতা কে কেন্দ্র করে। হতো দরিদ্র হবার পড়েও সততা, ন্যায়-নিষ্ঠা ও কর্তব্য পরায়ণ হতদরিদ্র পরিবারের দুই শিশুর অভিনয় যেনো মায়া-মমতা ও ভালোবাসার কাছে হার মেনে যায়। 

নয় বছরের শিশু কীভাবে একটা পরিবারের দায়িত্বভার নিজের কাঁধে তুলে নেই। বোনকে ভালোবাসা, বাবা-মা কে কখনো বুঝতে না দেওয়া তাদের অসুবিধার কথা। এসব যেনো আজকের প্রতিটি অবাধ্য ছেলে-মেয়েদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবার মতো। 

পরিবারের সবাই মিলে একসাথে দেখার জন্য বিশেষ করে ভাই-বোন মিলে একসাথে দেখলে মনটাকে আত্মতৃপ্তি দেবার মতো একটি মুভি এটি। এই অসাধারন মুভিটি দেখার সময়, চোখের কিনারায় বার বার যে পানি টুকু ভর করবে তার জন্য আগে থেকেই প্রস্তুত থাকার অনুরোধ রইলো। 

ডিরেক্টর যেনো এটাই প্রমান করতে চেয়েছে, একটা পরিবারে শুধু বাবা-মায়ের যে সব দায়িত্ব তেমন নয় বরং প্রত্যক ছেলে-মেয়ের পরিবারের অবস্থা অনুযায়ী আচরণ করাটাই একটা সুখি, সমৃদ্ধ ও জান্নাতি পরিবারের একমাত্র পথ। ডিরেক্টর কখনোই দরিদ্রতাকে লোভ, লালসা, মিথ্যা, চুরি, এমনকি কোনো খারাপ কাজের কাছে হেরে যেতে দেন নি। বরং সৎ পথে থেকে এক টাকা উপার্জন করার মধ্যে যে শান্তি লুকিয়ে থাকে, তা বুঝাতে একটা ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়েছেন সমগ্র মুভিটি জুরে।